এল ক্লাসিকোর গোলে ইয়ামালের ইতিহাস
২৭ অক্টোবর ২০২৪ ১০:৫৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২০:৪৬
মাত্র ১৬ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের হয়ে আলো ছড়ানো শুরু করেছিলেন তিনি। অল্প সময়ের মাঝেই স্পেন ও বার্সেলোনার অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ইয়ামালের বার্সা। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নেমে ইতিহাস গড়েছেন ইয়ামাল। রিয়ালের জালে বল জড়িয়ে ইয়ামালই এখন এল ক্লাসিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা।
রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার রাতে পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন ইয়ামাল। ম্যাচের ৭৭ মিনিটে দলের তৃতীয় ও নিজের প্রথম গোল করেন ইয়ামাল। রাফিনহার বাড়ানো বলে ডান পায়ের অবিশ্বাস্য এক শটে গোল করে ইতিহাস গড়েছেন তিনি। ১৭ বছর ১০৬ দিনে গোল পেয়ে তিনি বনে গেছেন এল ক্লাসিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা।
ইয়ামাল ছাড়িয়ে গেছেন আলফোনসো নাভারোকে। তিনি ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে গোল করেছিলেন ১৭ বছর ৩৫৬ দিনে। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বার্সার আনসু ফাতি, তিনি ক্লাসিকোতে গোল করেছিলেন ১৭ বছর ৩৫৯ দিনে। রিয়ালের হয়ে ক্লাসিকোতে সর্বকনিষ্ঠ গোলদাতা রাউল আছেন এই তালিকার চতুর্থ স্থানে। তিনি ক্লাসিকোতে গোল পেয়েছিলেন ১৮ বছর ৯৫ দিনে। তালিকার পঞ্চম স্থানে আছেন বার্সার গাভি, তিনি গোল পেয়েছিলেন ১৮ বছর ১৬৩ দিনে।
সারাবাংলা/এফএম