Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্নাব্যুতে বার্সার উদযাপনে ক্ষুব্ধ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪ ১০:২১

বার্সার কাছে ৪ গোল হজম করেছে রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ঘরের মাঠে বার্সার কাছে রীতিমত নাস্তানাবুদ হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লেভানডস্কির জোড়া গোল ও ইয়ামাল-রাফিনহার গোলে রিয়ালকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। এমন জয়ের পর স্বভাবতই উদযাপনে মেতেছিল কাতালানরা। আর এতেই বেঁধেছে বিপত্তি। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, বার্সার গোল উদযাপনের ধরন তার একেবারেই পছন্দ হয়নি।

বিজ্ঞাপন

ম্যাচের ৮৪ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাফিনহা। বার্সার চতুর্থ গোলের পর উদযাপনে মেতে ওঠে ফুটবলার-টিম ম্যানেজমেন্টের সবাই। এই সময় বার্সার সহকারী কোচ রিয়াল ডাগআউটের সামনে উদযাপন করায় কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন আনচেলত্তি। এক পর্যায়ে তাকে শান্ত করতে এগিয়ে যান বার্সা কোচ হ্যান্সি ফ্লিকও।

ম্যাচ শেষে আনচেলত্তি জানিয়েছেন, বার্সার এমন উদযাপন করা উচিত হয়নি, ‘ফ্লিকের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। তার সহকারীর উদযাপন নিয়ে আমার আপত্তি ছিল। সে মোটেও ভদ্রতার পরিচয় দেয়নি, আমাদের ডাগআউটের সামনে এসে উদযাপন করছিল। ব্যাপারটা আমি ফ্লিককে জানিয়েছি, সেও আমার সাথে একমত।’

প্রথমার্ধে বেশ দাপটের সাথে খেলেছে মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে লেভানডস্কির করা গোলের পর থেকেই খেই হারিয়ে ফেলেছেন তারা। আনচেলত্তিও মানছেন, প্রথম গোলটা হজমের পর থেকেই ম্যাচ নাগালের বাইরে চলে গেছে রিয়ালের, ‘প্রথম গোলের আগে ম্যাচ সমানে সমান ছিল। আমরা সুযোগ পেয়েও গোল করতে পারিনি। তারা পাল্টা আক্রমণে দারুণ খেলেছে। আমাদের আসলে কিছুই করার নেই। এই ম্যাচের শেষভাগ ভুলে যেতে হবে। হার মানলে চলবে না, এখান থেকে শিখতে হবে। আমি নিশ্চিত আমরা সামনে ভালো কিছু করব।’

সারাবাংলা/এফএম

এল ক্লাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর