Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইবি মহাপরিচালক নিয়োগ জটিলতার দ্রুত অবসান দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ২২:২৭

সংবাদ সম্মেলন।

ঢাকা: দক্ষ ও নিবেদিতপ্রাণ বায়োটেকনোলজিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অফ বায়োটেকনলোজি গ্রাজ্যুয়েটস (বিএবিজি)। একইসঙ্গে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এর মহাপরিচালক পদে নিয়ো বাস্তবায়নের দাবি জানানো হয়েছ।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অফ বায়োটেকনলোজি গ্রাজ্যুয়েটস (বিএবিজি) নামের সংগটনটির পক্ষে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব জানান, অনতিবিলম্বে অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান যোগদান করতে দেয়া না হলে কর্মবিরতি, মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচীর ঘোষণা দেয়া হবে।

বক্তারা অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক হিসেবে দ্রুত দায়িত্ব হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা বলেন, দেশে ২৯ টি বিশ্ববিদ্যালয়ে এখন জীবপ্রযুক্তি বিষয়ক বিভাগ আছে। সেসব বিভাগ থেকে প্রতিবছর প্রায় এক হাজার একশত (১১০০) স্নাতক বের হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে দক্ষ জীবপ্রযুক্তিবিদ হিসেবে তাদেরকে কাজে লাগানোর পরিকল্পনা এবং উদ্যোগ কোনটাই নেই। এর পেছনে বক্তারা এতদিনের নেতৃত্বের সংকটকে দায়ী করেন। তারা এই প্রথমবারের মত দেশের কেন্দ্রীয় জীবপ্রযুক্তি সংস্থা “ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি)” তে মহাপরিচালক হিসেবে বায়োটেকনোলজি থেকে পড়াশোনা করে আসা, এই বিষয়ে গবেষণায় অভিজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান এর নিয়োগ কে স্বাগত জানান এবং জীবপ্রযুক্তির বিকাশে তার অবদানকে স্মরণ করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উম্মে সালমা যোহরা, টেকনোওয়ার্থ এ্যাসোসিয়েটসের জেনারেল ম্যানেজার আ ন ম তারিকুল ইসলাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক অজয় রায়, বিইউএইচএস সহযোগী অধ্যাপক মো. মাহমুদুর রহমান, জেনবিট হেলথ সিইও ও বিএবিজি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবদুস সামাদ আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলামনাই ও একমি ল্যাবরেটরিজের এক্সিকিউটিভ মো. রাজিব শাহরিয়ার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই শেখ আশরাফ সিদ্দিকী।

সারাবাংলা/ইএইচটি/এসআর

অবসান দাবি এনআইবি জটিলতা নিয়োগ মহাপরিচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর