Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সমন্বয়ক পরিচয়ে হুমকির অভিযোগে ২ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ২০:০৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ২০:০৯

খুলনা: খুলনায় সমন্বয়ক পরিচয় দিয়ে হুমকি-ভীতি প্রদর্শন করায় রিয়াজ ও প্রান্ত নামে দুই যুবককে আটক করে সেনা সদস্যদের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মহানগরীর ফারাজীপাড়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন থেকে চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে আসেন। প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকেন। কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে যুবকরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেন। তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে তারা সেনাবাহিনী ও পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে সেনা সদস্যরা এসে যুবকদের ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

মোংলা ওয়াটার ট্রান্সপোর্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল গফফার জানান, কয়েকজন যুবক নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ছোট ভাই মফিজকে খুঁজতে ছিলো। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেওয়া হয়।

সারাবাংলা/এসআর

আটক খুলনা সমন্বয়ক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর