উদ্ধার হওয়া কঙ্কাল নিখোঁজ ‘শিক্ষক সুজনের’
২৬ অক্টোবর ২০২৪ ১৯:২৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৯:৩১
চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে বিলের কচুরিপানায় পাওয়া কঙ্কাল শিক্ষক সুজন আলীর (৩০) বলে দাবি করছেন পরিবার। নিখোঁজ শিক্ষকের ভাই আব্দুস সবুর কঙ্কালটি সনাক্ত করেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাড়কাটি থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। গত ৬ অক্টোবর স্কুল শিক্ষক নিখোঁজ হন।
নিখোঁজ সুজন উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের মরহুম আব্দুল খালেকের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
শিক্ষকের ভাই আব্দুস সবুর জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি তার ছোট ভাই নিখোঁজ স্কুল শিক্ষক সুজন আলীর। গত ৬ অক্টোবর সন্ধ্যায় জীবননগর পৌর এলাকার গোপালনগরের ভাড়া বাসা থেকে সে নিখোঁজ হয়। তার ভাই আগে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল, তার শরীরে থাকা সার্জিক্যাল রড দেখে গলিত মরদেহ তার ভাইর বলে দাবি করেন তিনি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, দুপুরে বিলে মাছ ধরতে গলে কচুরিপানার ভেতরে একটি কঙ্কাল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ কঙ্কাল উদ্ধার করে। ঘটনার রহস্য উদঘাটন ও কঙ্কালটি সনাক্ত করতে সিআইডি ও পিবিআই’কে খবর দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, কঙ্কাল মরদেহটি দেখে নাম-পরিচয় সনাক্ত করার কোনো উপায় নেই। বাম হাতে থাকা সার্জিক্যাল রড দেখে পরিবারের সদস্যরা বলেছেন কঙ্কালটি শিক্ষক সুজন আলীর। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সনাক্ত করা সম্ভব নয় বলেও জানান তিনি ।
সারাবাংলা/এসআর