Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনো নিয়ে এলো ট্রান্সফরমারস এডিশনের স্পার্ক ৩০ ফোন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৭:৩৮

টেকনো স্পার্ক ৩০

ঢাকা: দেশের বাজারে টেকনো নিয়ে এলো ট্রান্সফরমারস এডিশনের স্পার্ক ৩০ সিরিজের মোবাইল ফোন। প্রযুক্তি ব্র্যান্ড টেকনো হাসব্রোর ট্রান্সফরমারস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে উন্মোচন করেছে তাদের স্পার্ক ৩০ সিরিজের নতুন ট্রান্সফরমারস এডিশন।

শনিবার (২৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টেকনো হাসব্রোর ট্রান্সফরমারস ও ফ্র্যাঞ্চাইজির পার্টনারশিপের অধীনে টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে এর স্পার্ক ৩০ সিরিজ থেকে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন এবং স্পার্ক ৩০ বাম্বলবি এডিশন এই দু’টি ফোন বাজারজাত করছে। টেকনোর মাসব্যাপী চলমান ফ্যান ফেস্টিভ্যালকে সামনে রেখে দেশে নতুন এই দুটি ফোনের উন্মোচন করেছে টেকনো।

নতুন সংস্করণের এই ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৫ বছরের ল্যাগ-ফ্রি পারফরম্যান্স, সাথে দীর্ঘস্থায়ী স্থায়িত্ব। এছাড়া এসব ডিভাইসে আরও আছে আইকনিক ট্রান্সফরমারস ডিজাইন, চমৎকার ভিজ্যুয়াল ফিচার, উন্নত এই আই ক্যামেরা এবং বেশ কিছু আইকনিক ট্রান্সফরমারস রিলেটেড ফিচারস।

স্থায়িত্বের নিশ্চয়তার জন্য টিইউভি রেইনল্যান্ড সনদ অর্জন করেছে স্পার্ক ৩০ প্রো। নির্বিঘ্ন অভিজ্ঞতার জন্য এই ফোনে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ ৩৩ ওয়াট ফাস্ট এআই চার্জিং সিস্টেম, যার সাহায্যে মাত্র ৭০ মিনিটে ফুল (১০০ শতাংশ) চার্জ করা যাবে। অপ্রতিরোধ্য ট্রান্সফরমারস রোবট থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয়েছে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন। এই এডিশনে আছে সাইবারট্রনিয়ান-অনুপ্রাণিত ডিজাইন টেক্সচার যা এখনকার ইয়াং জেনারেশনের স্টাইল এবং প্রযুক্তি দুটি চাহিদার সাথেই সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

সর্বোচ্চ ১৫০০ হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং ১৭০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭৮” ১২০ হার্জ এফএইচডি+ অ্যামোলেড স্ক্রীন নিশ্চিত করবে অনবদ্য এক অভিজ্ঞতা। ব্যবহারকারীরা যেন সহজেই ডিভাইসটি অ্যাক্সেস করতে পারেন এরজন্য আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ডিভাইসে আরও রয়েছে মিডিয়াটেক লেটেস্ট হেলিও জি১০০ প্রসেসর (অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ) এবং ১২৮ জিবি রম + ১৬ জিবি র‌্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড), ফলে পারফরম্যান্স সেকশনে পাওয়া যাবে দুর্দান্ত স্মার্টফোন অভিজ্ঞতা। উন্নত অভিজ্ঞতার জন্য এই ডিভাইসে আরও আছে সুপার ওয়াই-ফাই এবং আলট্রা-ফাস্ট ৪.৫জি লাইটনিং নেটওয়ার্ক।

এছাড়া স্পার্ক ৩০ প্রো ফোনে থাকছে ৩এক্স লসলেস অপটিক্যাল গ্রেড জুম সমর্থিত ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা ফলে ব্যবহারকারী নিশ্চিতভাবেই নিখুঁত ডিটেইলস সহ চমৎকার সব ছবি ক্যাপচার করতে পারবে। এই ক্যামেরা সেটআপের পাশাপাশি ইউজার ব্যবহার করতে পারবেন এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার এবং এআই আর্টবোর্ড সহ উন্নত আরও অনেক এআই ফিচার, যা এই সেগমেন্টের ফোনের জন্য ইউনিক ফিচার। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

স্পার্ক ৩০ প্রো (পাওয়া যাচ্ছে অপ্টিমাস প্রাইম স্পেশাল এডিশন, ওবসিডিয়ান এজ এবং আর্কটিক গ্লো কালারে) এবং স্পার্ক ৩০ (এভেইলেবল আছে বাম্বলবি স্পেশাল এডিশন, স্টেলার শ্যাডো এবং অ্যাস্ট্রাল আইস কালারে) ডিভাইস দুটির মূল্য যথাক্রমে ২০ হাজার ৯৯৯ টাকা ও ১৭ হাজার ৯৯৯ টাকা।

নতুন এই রিলিজগুলো টেকনোর চলমান ফ্যান ফেস্টিভালে নতুন মাত্রা যোগ করবে। গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া টেকনো ফ্যান ফেস্টিভাল চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। ফ্যান ফেস্টিভালে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে উপহার, প্রমোশনাল অফারসহ আরও অনেক চমক।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমপি

টেকনো স্পার্ক ৩০

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর