ইসরায়েলের হামলায় ইরানে নিহত ২
২৬ অক্টোবর ২০২৪ ১৭:২৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৯:০৯
সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী। ইসরায়েল তার আক্রমণ সমাপ্ত ঘোষণার পর এই তথ্য জানাল ইরান।
ইরান শনিবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় দুই সৈন্য নিহত হয়েছেন। রয়টার্স তথ্যটি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের সেনাবাহিনী রাতে দুই সৈন্য হারিয়েছে।’ আগের এক বিবৃতিতে ইরানের বিমান বাহিনী হামলার তথ্যটি নিশ্চিত করেছে । বিবৃতিতে বলা হয়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে ইসরাইল হামলা চালায়। হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। কিছু জায়গায় সামান্য ক্ষতি হয়েছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘ইসরায়েলের ওপর ইরানের হামলার প্রতিক্রিয়া সম্পূর্ণ করেছে’ ইসরায়েলের সামরিক বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাত্ক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছি।’
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। লেবাননেও সম্প্রতি ব্যাপক হামলা শুরু করেছে তারা। ইসরাইলের হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর গত ১ অক্টোবর ইসরাইলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ছয় মাসের মধ্যে দেশটিতে ইরানের দ্বিতীয় হামলা ছিল সেটি। তেহরানের হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেলআবিব।
সারাবাংলা/এইচআই