সবজি ছাড়াই ছাড়ল স্পেশাল ট্রেন
২৬ অক্টোবর ২০২৪ ১৭:০৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৭:০৬
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে কোনো পণ্য ছাড়াই ছাড়ল সবজি পরিবহনের স্পেশাল ট্রেন।
শনিবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৯টায় জেলার রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। তবে এই ট্রেনে কোনো চাষি তাদের সবজি পরিবহন করেননি। ফলে প্রথম দিন ট্রেনটি কোনো প্রকার সবজি ছাড়াই রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
কৃষকরা বলছেন ট্রাকে করে সড়ক পথে সবজি পণ্য পরিবহনে যে খরচ পড়ে তার চেয়ে বেশি খরচ পড়ছে সবজি ট্রেনে। কারণ মাঠ থেকে স্টেশন, স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্য এবং কুলি চার্জ সব মিলিয়ে খরচ বেশি। তাই ট্রেনে করে মালামাল পরিবহণ কষ্টসাধ্য।
তবে রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশিদ জানান, রাতে পণ্যবাহী স্পেশাল ট্রেনটি রহনপুর স্টেশনে আসলেও কোন প্রকার পণ্য ছাড়াই ট্রেনটি রাজধানী ঢাকার উদ্দেশ্যে সকাল সোয়া ৯টায় ছেড়ে যায়।
আসলে বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা তাদের পণ্য নিয়ে আসতে পারেননি।
যদিও তাদের দাবী বিকাল ৫টায় ট্রেনটি ছেড়ে গেলে তাদের জন্য ভালো। জেলার আমনুরা স্টেশন দিয়ে ১৩টি স্টেশনে যাত্রাবিরতি করে বিকেল ৫টা ২০ মিনিটে তেজগাঁও স্টেশনে থামবে ট্রেনটি।
এতে প্রতি কেজি কৃষিপণ্যে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা।
সারাবাংলা/এসডব্লিউআর