Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারল ভারত

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪ ১৬:৩২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৮:৩৩

ইতিহাস গড়ে জয়ের পর নিউজিল্যান্ডের উল্লাস

ঘরের মাঠে ভারত বরাবরই অপ্রতিরোধ্য। প্রায় এক যুগ ধরে নিজেদের মাটিতে টেস্ট সিরিজ হারের তিক্ত স্বাদ পেতে হয়নি রোহিত শর্মাদের। অবশেষে ভারতকে তাদের মাটিতেই সিরিজ হারের লজ্জা দিল নিউজিল্যান্ড। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে মিচেল স্যান্টনারের অবিশ্বাস্য বোলিংয়ে ভারতকে ১১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল কিউইরা।

২০১২ সালে সবশেষ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছিল ভারত। এরপর পেরিয়ে গেছে ১২ বছরেরও বেশি সময়। এর মাঝে ঘরের মাটিতে ১৮টি টেস্ট সিরিজ খেলেছে ভারত। ১৮ সিরিজের একটিতেও হারেনি তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেভারিট ছিল ভারতই। বাংলাদেশকে ধবলধোলাই করে ফর্মের তুঙ্গে ছিল ভারত। অন্যদিকে শ্রীলংকার বিপক্ষে সিরিজ হার ও ইনজুরি নিয়ে ব্যাকফুটে থেকেই ভারতের মাটিতে পা রেখেছিল নিউজিল্যান্ড। এই সিরিজের আগে ভারতের মাটিতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি কিউইরা।

বিজ্ঞাপন

প্রথম টেস্ট জিতে সেই ইতিহাস গড়ার পথে একধাপ এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে মিচেল স্যান্টনারের অবিশ্বাস্য এক বোলিংয়ে ভারতকে কুপোকাত করেছে কিউইরা। প্রথম ইনিংসে স্যান্টনার নিয়েছিলেন ৫৩ রানে ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তিনিই ধসিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে স্যান্টনার তুলে নিয়েছেন ১০৪ রানে ৬ উইকেট।

৩৫৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের লাঞ্চের আগে উড়ন্ত সূচনা করেছিল ভারত। গিল, জসওয়াল দারুণ আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন। তবে স্যান্টনার জাদুতে শেষ পর্যন্ত আর সেটা হয়নি। শেষ পর্যন্ত ২৪৫ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস। সব মিলিয়ে ম্যাচে স্যান্টনার নিয়েছেন ১৩ উইকেট।

বিজ্ঞাপন

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে এটিই তাদের প্রথম সিরিজ জয়।

সারাবাংলা/এফএম

ভারত-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর