নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৬
২৬ অক্টোবর ২০২৪ ১৪:২০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৬:৩৩
নরসিংদী: নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজি চালিত আটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ইটাখোলা-কটিয়াদী সড়কের পঁচারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুর থেকে সিএনজি চালিত অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। মধ্যে সিএনজিটি শিবপুর উপজেলার পঁচরাবাড়ী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমরেমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। খবর পেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, জানান পঁচারবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজির চালক ও যাত্রীসহ ছয় জনের মৃত্যু হয়েছেন। প্রাথমিকভাবে কারো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত বলা যাবে।
সারাবাংলা/ইআ