Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় সার্ভিস সেন্টারে মৃত্যু বীমাদাবী চেক হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৪:০১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৪:০৩

সাতক্ষীরা: দেশের সামাজিক ও পারিবারিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, দারিদ্র বিমোচন এবং বেকারত্ব দূরীকরণের অঙ্গিকার নিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর সুধী সমাবেশ। অনুষ্ঠানে
সড়ক দুর্ঘটনায় নিহত বীমাকারী সদস্য ইয়ানুর রহমান এর নমিনী স্ত্রী আসমা বেগমের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা সার্ভিস সেন্টার অফিসে এই চেক হস্তান্তর ও সুধী সমাবেশ অনুষ্টিত হয়।

বিজ্ঞাপন

সাতক্ষীরায় ইভিপি (সেলস এন্ড মার্কেটিং) মোঃ বদিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ ও খুলনা বিভাগের এএমডি (সেলস এন্ড মার্কেটিং) মোঃ মহিউল ইসলাম। এছাড়াও উক্ত বিভাগের জিএম, ডিজিএম সহ সকল পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় সদস্যারা।

এ সময় প্রধান অতিথি মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষ্যে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স অর্জিত প্রিমিয়াম এর বৃহৎ অংশ প্রথম বছর থেকেই বিনিয়োগ করে আসছে। গত ০৩ (তিন) বছরে ৪১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করতে সক্ষম হয়েছে। যা বিমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে সহায়ক।

সারাবাংলা/এসডব্লিউআর

বীমা সাতক্ষীরা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর