Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল নার্সেস ওয়েলফেয়ারের পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১১:১৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১২:০৩

ঢাকা: টাঙ্গাইল নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক হোসাইন এবং মহাসচিব মিশর হোসাইন। সেইসাথে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আব্দুল লতিফ।

শুক্রবার (২৫অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের কনফারেন্স কক্ষে টাঙ্গাইল নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন, অধ্যাপক ডা: শাহ আলাম তালুকদার এবং আইন উপদেষ্টা ব্যারিস্টার সাদরুল আলম তালুকদার।

সংগঠনের সভাপতি মো: ফারুক হোসাইন নির্বাচিত সকল কে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘সকলের সহযোগিতায় টাঙ্গাইল নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে মানবতার সেবায় সকলের ভরসার সংগঠন হিসাবে গড়ে তোলা হবে। এরআগে টাঙ্গাইল নার্সেস ওয়েলফেয়ার আ্যসোসিয়েসনের সহযোগীতায় বন্যার্তদের পাশে দাড়িয়েছে।’

উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্য, উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন আঞ্চলিক নার্সেস সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএসআর/এনজে

কমিটি গঠন টাঙ্গাইল নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর