গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬
২৬ অক্টোবর ২০২৪ ০২:৪৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৭:৪৩
ঢাকা: জেলার রূপগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ডহরগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
আগুনে দগ্ধরা হলেন- মোহাম্মদ বাবুল (৪৭), মোছাম্মৎ সেলি (৩৬) মো. সুয়েল (২২) মোসাম্মৎ মুন্নি (২০) মোহাম্মদ ইসমাইল (১৬) ও মোছাম্মৎ তাসলিমা (১৩)।
তাদের প্রতিবেশী মো. জুয়েল রানা জানান, দগ্ধরা সবাই একই পরিবারের। তাদের রুমের ভেতর গ্যাসলাইনের পাইপ কোনোভাবে লিকেজ ছিল। রাতে ঘুমাতে যাওয়ার আগে মশার কয়েল ধরানোর জন্য দেশলাই জ্বালাতেই পুরো ঘরে আগুন ধরে যায়। এ সময় ছয় জন দগ্ধ হয়। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ইউনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসককরা জানান, রাতে ছয় জন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছে। তাদের প্রত্যেকের শরীর ৩০ থেকে ৬০ শতাংশের উপরে দগ্ধ। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম