পাথর-বালু লুট বন্ধে নদীর প্রবেশমুখে বাল্কহেড
২৫ অক্টোবর ২০২৪ ২২:১৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ২২:১৮
সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদরে চলতি নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েও বন্ধ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ব্লাকহেড দিয়ে নদীর পথ আটকে দেওয়া হয়েছে। তবে জনসাধারণের চলাচলে ছোট নৌকা যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সুরমা নদীর শাখা ধোপাজান চলতি নদীর প্রবেশ মুখে ব্লাকহেড দিয়ে এ প্রতিবন্ধকতা তৈরি করে পুলিশ। এসময় সুনামগঞ্জের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর ধোপাজান চলতি নদীতে হঠাৎ করেই ড্রেজার লাগিয়ে বালু ও পাথর উত্তোলন শুরু হয়। দফায় দফায় অভিযান চালিয়েও বন্ধ করা যায়নি। যে কারণে চলতি নদীর প্রবেশ মুখে বড় তিনটি ব্লাকহেড দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, কয়েক দিন আগে নদীর মুখে জেলা প্রশাসন একটি বাঁশের বেড়া দিয়েছে, সেটি ব্লাকহেডের ধাক্কায় ভেঙে গেছে। যে কারণে এবার ব্লাকহেড দিয়ে অভিনব পদ্ধতি গ্রহণ করতে বাধ্য হয়েছি।
সারাবাংলা/এসআর