Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ২১:৩০ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ২১:৩৪

রংপুর: জেলার মিঠাপুকুরে আয়নাল ইসলাম (৩৫) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে মিঠাপুকুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত আয়নাল ইসলাম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড় মির্জাপুর গ্রামের মনজুয়ারা বেগমের (৬০) গরু চুরির চেষ্টা করে চোরেরা। এসময় বাধা দিলে মনজুয়ারাকে ছুরিকাঘাত করা হয়। এসময় তার চিৎকারে গ্রামের লোকজন আসলে চোর পালিয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধার স্বজনরাসহ এলাকাবাসী মধ্যরাতে পার্শ্ববর্তী ধলাপাড়া গ্রামে গিয়ে আয়নালকে চোর সন্দেহে তুলে এনে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয় আয়নাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত আয়নালের মা বুল্লি বেওয়ার দাবি, তার ছেলে চুরির সঙ্গে জড়িত নয়। আয়নালকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। নিহত আয়নালের বিরুদ্ধে অতীতে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। পুরো ঘটনাটির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

চোর পিটিয়ে হত্যা মিঠাপুকুর যুবককে রংপুর সন্দেহে

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর