Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ফাঁকা মাঠে গোল দিতে চায় না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ২০:৪১

নরসিংদী: বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।’

শুক্রবার ( ২৫ অক্টোবর) বিকেলে সদরের চরাঞ্চল করিমপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজিত কর্মীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কারণ দেশের জনগণ দেখেছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কি রকম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে তারা। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নাই। ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি উঠেছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না, আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। কারণ দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারে নাই।’

করিমপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আসাদুজ্জামান কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনির এর সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপি’র সহ-সভাপতি কবির ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম জাহিদ, সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আওয়ামী লীগ খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপি’র আহ্বায়ক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর