Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বাজারে হিরো এক্সট্রিম ১২৫আর মোটারবাইকের যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১৮:০৯

ঢাকা: দেশের বাজারে হি‌রো এক্স‌ট্রিম ১২৫আর ম‌ডেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গ্রাহকদের সন্তুষ্টি, সহনীয় দাম, অত্যাধুনিক ফিচারস ও কোয়ালিটি ইত্যাদি বিভিন্ন বিষয় মাথায় রেখে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল এবং স্কুটার প্রস্তুতকারক হিরো মটোকর্প এই মোটরসাইকেল এনে‌ছে।

বৃহস্প‌তিবার (২৪ অক্টোবর) রাজধানীর এক‌টি হো‌টে‌লে আয়ো‌জিত অনুষ্ঠা‌নে মোটরসাইকেল‌টি উন্মোচন করা হয়।

বিজ্ঞাপন

এক্সট্রিম ১২৫আর জেনারেশন-নেক্সট গ্রাহকদের উচ্চাকাঙ্খী গতিশীলতার চাহিদাকে মাথায় রেখে নিখুঁতভাবে তৈরি করা। ‘চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম’ মটো নিয়ে মডেলটি পারফরম্যান্স, স্টাইলিং, রাইডিং ডাইনামিকস এবং নিরাপত্তার দিক থেকে অনন্য। মোটরসাইকেলটিতে রয়েছে প্রথম-শ্রেণীর এবিএস ব্রেকিং সিস্টেম, সম্পূন্ন এল ই ডি প্যাকেজ চওড়া টায়ার এবং ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যা বাইকের উন্নত স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

এক্সট্রিম ১২৫আর মোটরসাইকেলটি ১ লাখ ৭১ হাজার টাকায় আকর্ষণীয় মূল্যে কিনতে পাওয়া যাবে।

হিরো বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার পার্টনার এবং নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ বলেন, ‘বাংলাদেশে এক্সট্রিম ১২৫আর লঞ্চ করায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি আমাদের জন্য একটি নতুন সেগমেন্ট হবে। আমরা নিশ্চিত যে সারা দেশের তরুণরা এই স্টাইলিশ এবং প্রযুক্তি-চালিত পণ্যটির প্রশংসা করবে। এক্সট্রিম ১২৫আর তার সেগমেন্টে বেঞ্চমার্ক সেট করবে। আমরা শিগগিরই এটি সারা দেশে বাজারজাত করব।”

এই সেগমেন্টে এক্সট্রিম ১২৫আর স্পোর্টস লুকের স্টাইলিশ বাইক। মোটরসাইকেলটিতে অল এলইডি সেট আপ রয়েছে যাতে রয়েছে ফার্স্ট-ইন-সেগমেন্ট প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, এলইডি উইঙ্কার্স এবং সিগনেচার এলইডি টেল ল্যাম্প। মোটরসাইকেলটিতে একটি স্পোর্টি কমপ্যাক্ট মাফলার রয়েছে যা হিরো সিগনেচারকে নির্দেশিত করে।

বিজ্ঞাপন

ফার্স্ট-ইন-সেগমেন্ট হুইল কভার সামগ্রিকভাবে স্পোর্টস বাইকের অনুভূতি দেবে। এতে গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ এলসিডি ক্লাস্টার রয়েছে এছাড়াও রয়েছে স্মাট কানেকটিভি।

সারাবাংলা/ইএইচটি/এমপি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর