মারপিটের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৫ অক্টোবর ২০২৪ ১৪:৫৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৪:৫৭
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদলের সভাপতিকে মারপিটের মামলায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানি (২৪) কে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে গ্রেফতার হওয়া ওই ছাত্রলীগ নেতাকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, ৫ আগষ্ট সাজ্জাদ হোসেন সানিসহ কয়েকজন যুবক রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনকে আটকের পর মারধর করে গুরুত্বর আহত করে।
ওই ঘটনায় সাদ্দাম হোসেন গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা করলে পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে ওই দিন সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে।
রাজারহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলায় ওই আসামিকে গ্রেফতার করে আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
সারাবাংলা/এসডব্লিউআর