Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত, আহত ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১৪:০৬

দিনাজপুর:  দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৪ জন যাত্রী।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার ভিমলপুর মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওশিন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২১১৪) যাত্রীবাহী বাসটি ভিমলপুর মোড়ে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে উল্টে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল ঘটনা নিশ্চিত করে জানায়, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধারের পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে এখন পর্যন্ত নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। শনাক্ত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আহতদের মধ্যে দুইজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ঘটনায় ফুলবাড়ী থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউআর

দিনাজপুর নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর