Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবজির দাম পড়তির দিকে, কাঁচামরিচ-পেঁয়াজ বিপরীতমুখী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১০:১২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১০:৫২

বাজারে শীতকালীন সবজির সরবরাহ আগের তুলনায় বেড়েছে, দামও কমেছে কিছুটা। ছবি: সারাবাংলা

ঢাকা: বাজারে কমবেশি সব ধরনের সবজির দাম কমেছে। বেশির ভাগ সবজি এখন ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছুটা হলেও কমেছে শশা, গাজর ও টমেটোর দাম। একই সঙ্গে কমেছে কাঁচামরিচের ঝাঁঝও। তবে দেশি পেঁয়াজ হাঁটছে বিপরীত দিকে। পাইকারি বাজারেই দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৩৬ টাকা পর্যন্ত দরে বিক্রি হতে দেখা গেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর কারওয়ারবাজার, শ্যাওড়াপাড়া ও ইব্রাহিমপুর এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

কারওয়ান বাজারে শশা ৭০ টাকা, বেগুন প্রকারভেদে ১০০ থেকে ১৫০ টাকা, টমেটো ২০০ থেকে ২৪০ টাকা, গাজর ১৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪৫ থেকে ৫০ টাকা ও উস্তা ১০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

এই বাজারের সবজি বিক্রেতা আলমগীর ব্যাপারী সারাবাংলাকে বলেন, ‘বাজারে সবজির দাম কমেছে। ৭০ থেকে ৮০ টাকায় বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। সবজির দাম আরও কমে যাবে।’ বেগুনের দাম তুলনামূলকভাবে বেশি থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বেগুনের মৌসুম প্রায় শেষ হয়ে এসেছে। তাই বেগুনের দাম বেশি রয়েছে।’

কারওয়ান বাজারে পাইকারিতেই দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৩৬ টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছে। ছবি: সারাবাংলা/টিআর

রাজধানীর ইব্রাহিমপুর বাজারে দেখা গেছে, পেঁপে ৪০ টাকা, করলা ৯০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৭০ টাকা, লম্বা বেগুন ৯০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা ও কালো গোল বেগুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শশা ৮০ থেকে ৯০ টাকা, গাজর ১৮০ টাকা, টমেটো ২৬০ টাকা ও কাঁচামরিচ ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা রাসেল জানালেন, বেশির ভাগ সবজির দাম আগের সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।

বিজ্ঞাপন

এদিকে কারওয়ান বাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ১২২ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই বাজারে পাবনার দেশি পেঁয়াজ ১৩৬ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে।

এ ছাড়া চায়না আদা ২৫০ থেকে ২৬০ টাকা, চায়না রসুন ২১০ থেকে ২২০ টাকা, জিরা আদা ২৫০ থেকে ২৬০ টাকা, নতুন আদা ১১০ থেকে ১২০ টাকা ও নাটোরের রসুন ২২০ থেকে ২২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া এই বাজারে পাইকারিতে আলু ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, ডিমের ডজন ১৬০ টাকা ও ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই দুটি পণ্যের দাম আগের মতোই রয়েছে শ্যাওড়াপাড়ার বাজারে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

বাজারদর শুক্রবারের বাজার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর