Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারে সরকার বদ্ধপরিকর’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ০৯:৪১

ঢাকা : জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এক বিবৃতিতে এমনটি বলেন তিনি।

বূহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে গণহত্যায় জড়িতদের মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এ গণহত্যায় জড়িত কেউ যাতে সীমান্ত দিয়ে ও আকাশপথে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে ও বিমানবন্দরসমূহে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।’

বিবৃতিতে উপদেষ্টা আরো বলেন, ‘একইসঙ্গে সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’

সারাবাংলা/ জিএস/এনজে

জুলাই-আগস্ট গণহত্যা বিচার স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর