Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে আরো ধারাবাহিক দেখতে চান পোলক

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪ ০৯:২৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৮:০৪

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে ওই সিরিজের পর ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছেন শান্তরা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেও ৭ উইকেটে হেরেছেন তারা। প্রথম টেস্ট শেষে সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক শন পোলক বলছেন, সাফল্য পেতে হলে বাংলাদেশকে আরো ধারাবাহিক হতে হবে।

মিরপুর টেস্টে হারের মাধ্যমে ঘরের মাঠে টানা ৪ টেস্টে হারল বাংলাদেশ। এই সিরিজে ধারাভাষ্য দিতে আসা পোলক ম্যাচশেষে বলেছেন, উন্নতির জন্য ধারাবাহিক পারফরম্যান্সের বিকল্প নেই বাংলাদেশের সামনে, ‘তারা নিউজিল্যান্ডে ম্যাচ জিতেছে, পাকিস্তানে ম্যাচ জিতেছে। তবে তাদের মাঝে ধারাবাহিকতা নেই। বিশেষ করে হোম কন্ডিশনে তাদের আরো ধারাবাহিক হতে হবে। আমি সবসময় বাংলাদেশের মাঝে অনেক সামর্থ্য দেখেছি। টেস্টে এখন সবাই ধারাবাহিক পারফরম্যান্স দেখতে চায়।’

বিজ্ঞাপন

মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। বাংলাদেশ দল পিচ ঠিকমতো বুঝতে পারেনি, এমনটা মানতে নারাজ পোলক, ‘দক্ষিণ আফ্রিকাতে আমি অনেক টেস্ট দেখেছি, সেখানে অন্যভাবে খেলা এগোয়। তবে মিরপুরের পিচ দেখে আমার মনে হয়নি যে এখানে প্রথমে ব্যাট করা যাবে না। মার্করামও টসে জিতে ব্যাটিং করতে চেয়েছিল। নতুন বলে বাউন্স, টার্ন থাকবেই। পিচ নিয়ে আমি বেশি ভাবতে চাই না। সবসময় আপনি উইকেটের উপরে নির্ভর করতে পারেন না। তবে এই মাঠে বাংলাদেশ অনেক বেশি ম্যাচ খেলেছে বলেই তারা ব্যাপারটা নিয়ে আরো ভাবতে পারতো।’

ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন পোলক, ‘আমার মনে হয় না তারা খুব ভালো খেলেছে। প্রথম দিনে উইকেট তাদের সাহায্য করেছে। এই ফায়দাটা নিয়েই তারা বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করেছে। পরে আবার বড় লিডও নিয়েছে। অনেক কিছুরই অবদান আছে এখানে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর