Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২০ কিমি গতির ঝড় নিয়ে ওড়িশা উপকূলে ‘দানা’র আঘাত

সারাবাংলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪ ০২:১৩ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৮:৩৪

মধ্যরাত পেরিয়ে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় দানা। ছবি: উিইন্ডি ডটকম থেকে

প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের ওড়িশা উপকূলে আঘাত করেছে ‘দানা’। এর অগ্রভাগ স্থলভাগে আঘাত করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করতে সকাল পর্যন্ত সময় লাগবে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিবাগত ১টার কিছু পরে ঘূর্ণিঝড় দানার অগ্রভাগ উপকূলে ঢুকতে শুরু করে। সোয়া ১টা নাগাদ শুরু হয় দানার ‘ল্যান্ডফল’। দানার আঘাতে ওড়িশা লণ্ডভণ্ড হয়ে গেলেও পশ্চিমবঙ্গের দিঘা ও আশপাশের এলাকা এখন পর্যন্ত শান্ত আছে।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশের স্থলভাগে আঘাত না করলেও প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে দেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অন্তত ১৪টি জেলায় এর প্রভাবে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন- ধেয়ে আসছে ‘দানা’, উপকূলের ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

ভারতের আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, প্রবল ঘূর্ণিঝড় আকারে দানা ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করতে শুরু করেছে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, যা সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত এই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলবে, যা সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা লাগতে পারে।

আনন্দবাজারের খবর বলছে, ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরুর পর ওড়িশায় বাতাসের তীব্রতা ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে রাত পর্যন্ত মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছাড়া কলকাতায় তেমন কোনো প্রভাব দেখা যায়নি। তবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলে রাতেও ঝড়বৃষ্টি চলছে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি শুরু হয়। ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল পূর্ব মেদিনীপুরে। এ কারণে দিঘা, মন্দারমণির মতো পর্যটনকেন্দ্রগুলো খালি করে দেওয়া হয়েছে। পর্যটকশূন্য করা হয়েছে দিঘা। স্থানীয়দের উপকূল এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে উত্তাল ওড়িশা তীরবর্তী সাগর। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ভিডিও থেকে

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়টি ভারতের উপকূল অতিক্রম শেষ করতে পারে। এর অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

সারাবাংলা/টিআর

ওড়িশা উপকূল ঘূর্ণিঝড় দানা দানা পশ্চিমবঙ্গ প্রবল ঘূর্ণিঝড় ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর