Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার অপরাধের বিচার আল্লাহ করেছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ২২:২৯

রংপুর: শেখ হাসিনার সরকারের অপরাধের বিচার আল্লাহ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর রংপুর জেলা ও মহানগর শাখা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের এই সহকারী পরিচালক বলেন, ‘এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ, হত্যা, গুম, কোরআন-হাদিস পোড়ানো, ইসলামকে ধ্বংস করে দেওয়ার মতো অসংখ্য অপরাধের সঙ্গে জড়িত শেখ হাসিনাসহ তার সরকারের লোকজন। এজন্য আল্লাহ্‌ শুধু ক্ষমতাই কেড়ে নেননি, তাদের হেনস্তার চরম পর্যায়ে পৌঁছে দিয়েছেন।’

শেখ হাসিনার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘মানব ইতিহাসে দেশ ছেড়ে পালিয়ে যায় এ রকম নজির এই উপমহাদেশে ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয় ঘটনা। স্বৈরাচার শেখ হাসিনা ৭০০ বছরের রেকর্ড ভেঙেছে।’

তিনি বলেন, ‘২০১২ সালের ১৬ নভেম্বর স্বৈরাচার শেখ হাসিনার দোসররা রংপুর নগরীর শাপলা চত্বরের অফিসে অগ্নিসংযোগ করেছিল। অফিসে থাকা কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্যসহ অফিস পুড়িয়ে দিয়েছিল। অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করে আমাদের ওপর জুলুম করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর রংপুর জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর অফিসের তালা ভেঙে ফেলেছিলেন নেতা-কর্মীরা। দীর্ঘ এক যুগ পর সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করা হলো। ২০১২ সালের পর কার্যালয়ে জামায়াতের কোনো কার্যক্রম পরিচালিত হয়নি। দীর্ঘদিন পর আজ আমরা আবারও এখানে একত্রিত হয়েছি।’

বিজ্ঞাপন

রংপুর মহানগরের নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাসহ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার কর্মী-সমর্থকরা।

সারাবাংলা/পিটিএম

বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর