Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ২২:২৭ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২৩:৫৬

ঢাকা: রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে চাপা পড়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪অক্টোবর) রাতে গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দেবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি সুত্রাপুর নারিন্দা ধোলাইখাল এলাকায় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন। আরামবাগে একটি বেসরকারি কোম্পানীতে কাজ করতেন তিনি। রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী পথচারী সাব্বির হোসেন ও সাইফুল ইসলাম জানান, রাতে গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় দোয়েল পরিবহন ও স্টাফ কোয়ার্টার দুইটি বাসের মাঝে চাপা পড়েন নজরুল ইসলাম। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসআর

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর