Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক হত্যার বিচার চেয়ে মানববন্ধন, খুনির ফাঁসির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৫:৫৬

মেহেরপুর: মেহেরপুরের গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিউল ইলমা জাকিয়া হত্যার বিচার চেয়ে মানববন্ধন করা হয়েছে। এসময় হত্যাকারীর ফাঁসির দাবি করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে মেহেরপুর কুষ্টিয়া সড়কের পাশে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে নিহতের পরিবারের সদস্যরাও অংশ নেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা ও নিহতের স্বজনরা খুনীর ফাঁসির দাবি জানান।

প্রসঙ্গত, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার ধানখোলা ইউনিয়নের শানঘাট গ্রামের মহিবুল ইসলাম ওহিদ শিক্ষিকা জাকিউল ইলমা জাকিয়া ও তার ননদ জোসনা খাতুনকে হত্যা করে।

সারাবাংলা/এসআর

খুনির ফাঁসির দাবি মানববন্ধন শিক্ষক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর