Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৪:৫২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৪:৫৪

বান্দরবান: পার্বত্য জেলায় ২৩ হাজার কিশোরীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ এইচপিভি টিকাদান কর্মসূচি।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট স্কুল কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল শাজাহান সিরাজ ভূঁইয়া, সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্নেল ডাঃ সরফরাজ হায়দার, পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদুল্লাহ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে সারা বাংলাদেশে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এই কর্মসূচি পালিত হচ্ছে।

বান্দরবান স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বান্দরবানের সাত উপজেলায় এবার ২৩ হাজার কিশোরীকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। ইতিমধ্যে ১০ হাজার কিশোরী রেজিস্ট্রেশন করেছে। আগামী এক মাস ব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বান্দরবানের বিভিন্ন জায়গায়। প্রথম দফায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের পঞ্চম থেকে নবম শ্রেণীর কিশোরী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই টিকা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনজে

এইচপিভি বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর