Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত-২

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৪:৩৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৪:৩৯

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ককটেল বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪অক্টোবর) সকাল ১১টার দিকে ক্যাম্পের ভিতরে ঘটনাটি ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মোটর ম্যাকানিক ওমর ফারুক (২০) ও গোস্তের দোকানের কর্মচারী মো. লিটন(৩০)।

আহত লিটনের ভাই মো. ফয়সাল জানান, তারা জেনেভা ক্যাম্পের ভিতরে থাকেন। লিটন গোস্তের দোকানে কাজ করেন। সকালে গোস্ত নিয়ে ক্যাম্পের বাইরে যাচ্ছিল এসময় ককটেল বিস্ফোরণে তার বাম পায়ে আঘাত লাগে। এতে সে গুরুতর আহত হয়। একই ঘটনায় আহত হয় ওমর ফারুক। তার দুই পায়ে আঘাত লাগেছে। আহত অবস্থায় তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তিনি আরও জানান, গত ছয়মাস ধরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি নিয়ে সংঘর্ষ চলছে। আজ ভোর থেকে ক্যাম্পের ভিতরে চুয়া সেলিম ও বুনিয়ে সোহেল দুই গ্রুপের সংঘর্ষ বাধে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে মোহাম্মদপুর থেকে ককটেল বিস্ফোরণে আহত দুইজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ওমরের বাম পায়ে ও লিটনের দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/এসআর

সারাবাংলা/এসএসআর/এসআর

আহত ককটেল বিস্ফোরণ জেনেভা ক্যাম্প

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর