Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের দিকে ধেয়ে যাচ্ছে ‘দানা’, আছড়ে পড়তে পারে ওড়িশায়

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪ ১৩:৪৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৫:৪৬

প্রবল শক্তি নিয়ে ভারতের দিকে এগোচ্ছে দানা। দেশটির ওড়িশা রাজ্যের পারাদ্বীপ থেকে আর মাত্র ২৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ধামারা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে দানা। ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে তা এগিয়ে যাচ্ছে। এই গতিবেগ আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শুক্রবার (২৫ অক্টোবর) সকালের মধ্যে দানা স্থলভাগে আছড়ে পড়বে বলে ভারতের আবহাওয়া আফিস জানিয়েছে। সমুদ্রে ইতোমধ্যেই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পেরিয়েছে।

বিজ্ঞাপন

দেশটির আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে গত ছয় ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে আরও সরেছে দানা।

আবহাওয়াবিদদের ধারণা, স্থানীয় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। ‘ল্যান্ডফল’-এর সময় দানা’র গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি সর্বোচ্চ ১২০ কিলোমিটারে পৌঁছতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ সর্বোচ্চ গতিবেগে পৌঁছবে প্রবল ঘূর্ণিঝড় দানা। দমকা হাওয়ার বেগ পৌঁছবে ঘণ্টায় ১২৫ কিলোমিটারে। আজ রাত সাড়ে ১১টা নাগাদ উপকূল থেকে আর মাত্র কিছু দূরেই থাকবে ‘দানা’। সে সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। শুক্রবার ভোর পর্যন্ত একই বেগে তাণ্ডব চালাবে প্রবল ঘূর্ণিঝড়টি। তারপর শক্তি হারিয়ে শুক্রবার বিকেলের মধ্যেই সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ নেমে আসবে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটারে।

বৃহস্পতিবার সকালে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হলেও সন্ধ্যার পর পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা। সেই সময় উত্তর ওড়িশা এব‌ং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়াতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতেও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ৮০ কিলোমিটারে।

বিজ্ঞাপন

এদিকে দানা আতঙ্কে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দুইশর বেশি ট্রেন বাতিল করা হয়েছে। কলকাতায় ১৫ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/ইআ

ঘূর্ণিঝড় দানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর