ঘূর্ণিঝড় দানার প্রভাবে খুলনায় বৃষ্টি
২৪ অক্টোবর ২০২৪ ১২:০২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২১:০৩
খুলনা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ‘দানা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে খুলনায় বৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর থেকেই খুলনার আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহানগরীসহ উপজেলাগুলোতে বেড়েছে বৃষ্টির পরিমাণ। ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে পানি বাড়ায় বেড়িবাঁধ নিয়ে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।
বিশেষ করে কয়রা, পাইকগাছা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার কয়েক লাখ মানুষ আতঙ্কের মধ্যে দিন পার করছেন। তাদের আশঙ্কা ঘূর্ণিঝড় ‘দানা’ আঘাত হানলে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে আবারও এলাকা প্লাবিত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নদ-নদীর জোয়ারের পানি বেড়ে ভেঙে যেতে পারে দুর্বল বেড়িবাঁধ।
জানা গেছে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন আশ্রয় নিতে পারেন। এসব শেল্টারে তিন লাখ ১৫ হাজার ১৮০ জন আশ্রয় নিতে পারবে। এছাড়া তিনটি মুজিব কিল্লায় ৪৩০ মানুষ আশ্রয় ও ৫৬০টি গবাদিপশু রাখা যাবে। প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রায় পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার ও ওষুধ। স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড প্রস্তুত রয়েছে।
খুলনা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ঝড় যাচ্ছে উরিষ্যা-পশ্চিমবঙ্গের দিকে। যার কারণে খুলনায় ঝড় নিয়ে আতঙ্কের কিছু নেই। শুধু দমকা বাতাস ও বৃষ্টি হবে।
সারাবাংলা/এমপি