Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলি হামলায় আরও ৭৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪ ১০:৪৮ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২১:০৩

গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের সামরিক বাহিনীর হামলায় আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৯২ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৩০ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৭৪ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন হামলা হামলায় কমপক্ষে এক হাজার ১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এর মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হয়েছিল।

সারাবাংলা/ইআ

ইসরাইলি হামলা গাজা উপত্যকা ফিলিস্তিনি নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর