Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১০:০৮ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২১:০৩

ঢাকা: হজের প্রাথমিক নিবন্ধনের সময় বাড়িয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জারি করা বিজ্ঞপ্তিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৫ আগস্টে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এ বছর ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের হজ কোটা অনুযায়ী, ২০২৫ সালে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। তবে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন না করলে সুবিধাজনক জোনে তাবু বরাদ্দ পেতে সমস্যার সম্মুখীন হতে হবে।

সারাবাংলা/জেআর/ইআ

ধর্ম মন্ত্রণালয় প্রাথমিক নিবন্ধন হজ যাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর