Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপীবাগে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনচ্যুত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ০৯:৫২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২১:০৩

ঢাকা: রাজধানীর গোপীবাগ এলাকায় ঢাকা-নারায়নগঞ্জ রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা-মাওয়া-ভাঙা ও নারায়নগঞ্জের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটির উদ্ধারকাজ চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি উদ্ধারে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী (সিগন্যাল) মো. আমিনুল ইসলালাম সারাবাংলাকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ট্রেনটি নারায়নগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর গোপীবাগ রেলগেটের কাছাকাছি পৌঁছাতেই এটি লাইনচ্যুত হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, ট্রেনটির তিনটি বগি নির্ধারিত লাইন থেকে ছিটকে অন্য লাইনে চলে গেছে। যা উদ্ধারের কাজ চলছে।

উদ্ধারকাজে নিয়োজিত শ্রমিক আকবর হোসেন জানান, কিছুক্ষণ আগে উদ্ধারকাজ শুরু করেছি, এটি শেষ করতে কত সময় লাগতে পারে তা এখনি বলা যাচ্ছে না।

এদিকে ট্রেন লাইনচ্যুতের কারণে ঢাকা-ভাঙা, ঢাকা-নারায়নগঞ্জ রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ

ট্রেন লাইনচ্যুত

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর