Tuesday 31 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি রিয়াদ গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ০১:৫৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ০০:০৫

ঢাকা: সদ্য নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পরীবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি মিডিয়া) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহসভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/পিটিএম

গ্রেফতার ছাত্রলীগ রিয়াদ সহসভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর