ই-রির্টানে দেওয়া তথ্যকেই নির্ভুল মনে করবে এনবিআর
২৩ অক্টোবর ২০২৪ ২২:০৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০২:৩২
ঢাকা: অনলাইনে আয়কর রির্টান দাখিলে করদাতার দেওয়া তথ্যকেই নির্ভুল মনে করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর আয়কর রিটার্ন জমা দিতে সহায়ক কোন নথিও আপলোড করতে হবেনা। তবে অনলাইনে রিটার্ন দাখিলের পর কোন অসঙ্গতি পাওয়া গেলে সেটির জন্যে দায়ী হবেন করদাতা।
বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এবার ই-রিটার্ন জমা দিতে সহায়ক কোন নথি আপলোড করতে হবে না। করদাতার দেওয়া তথ্যকেই নির্ভুল মনে করবে এনবিআর। তবে রিটার্ন জমা দেওয়ার পর কোন অসঙ্গতি পাওয়া গেলে করদাতাকে দায়ী করা হবে।’
তিনি বলেন, ‘গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে এনবিআর ই-রিটার্ন সিস্টেম উন্নতিতে কাজ করছে। তবে করদাতাদের মধ্যে তা জনপ্রিয় হয়নি। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন, যার মধ্যে মাত্র ৫ লাখ রিটার্ন অনলাইনে জমা দেওয়া হয়েছিল। ই-রিটার্ন সিস্টেমটিকে এখন আরও সহজ ও ব্যবহার উপযোগী করা হয়েছে। করদাতারা সহজেই ঘরে বসে তাদের রিটার্ন জমা দিতে পারবেন।‘
প্রসঙ্গত, বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দিতে গেলে করদাতাদের বিভিন্ন সহায়ক নথি জমা দিতে হয়। আয়ের প্রমাণ, ব্যাংক হিসাবের বিবরণী, ঋণের বিবরণ, বাড়ির সম্পত্তির বিবরণীসহ বেশ কিছু নথি জমা দিতে হয়। তবে ই-রিটার্ন জনপ্রিয় করতে এসব নথি আপলোড করতে হবে না।
এবার করমেলা করা হবেনা বলেও জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘এবার কর সেবা সপ্তাহ থাকবে। তবে করমেলা হবেনা।’
প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সেবা নিতেও করদাতারা আয়কর অফিসে আসবে না। এক্ষেত্রে কল সেন্টারের আওতা বাড়ানো হবে।
এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জের উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো বলাটা হবে অতিরঞ্জিত। জাতীয় ইস্যুগুলোর কারণে রাজস্ব আদায়ে ব্যাঘাত ঘটেছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের সর্বোচ্চটা দিতে পারলে রাজস্ব আদায়ে ভালো ফল আসতে পারে।’
সারাবাংলা/ইএইচটি/এইচআই