চট্টগ্রাম থেকে সাবেক সচিব হেলালুদ্দীন আটক
২৩ অক্টোবর ২০২৪ ২০:০১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ২২:১৪
ঢাকা: নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন অতিরিক্ত কমিশনার নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘সাবেক সচিব হেলালুদ্দীনকে ডিএমপি আটক করে নিয়ে গেছে। তবে আমাদের বিষয়টি জানিয়েছে। আটকের বিষয়ে বিস্তারিত জানাবে ডিএমপি।’
অন্যদিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান বলেন, ‘বিষয়টি এখনো তাকে জানানো হয়নি। তবে বিস্তারিত পেলে জানানো হবে।’
হেলালুদ্দীন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।
সারাবাংলা/ইউজে/আরডি/পিটিএম