Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৯:৪৩

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে স্ত্রী মীনা বেগমকে হত্যা মামলায় স্বামী মো. নুরুল ইসলামকে (৫০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. হামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত মো. নুরুল ইসলাম সদর উপজেলার যশোদল দামপাটুলী গ্রামের কাছুম আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার দামপাটুলী ধান ক্ষেতের পাশের ডোবা থেকে অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্তে পুলিশ তার মীনা বেগমের স্বামী নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করলে সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন নুরুল ইসলাম।

২০১৫ সালের ৩ জুলাই কিশোরগঞ্জ সদর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক হুমায়ুন কবীর নিহতের স্বামীকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

সারাবাংলা/এসআর

কিশোরগঞ্জ স্ত্রী হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর