Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৯:২৩

কুড়িগ্রাম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের দাবিতে  কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দলীয় নেতাকর্মীরা মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক ও যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট স্মারক লিপি প্রদান করে জেলা বিএনপি।

সারাবাংলা/এসআর

সারাবাংলা/এসআর

কুড়িগ্রাম তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর