Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন পাবে ৬২ লাখ কিশোরী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১১:১১

ঢাকা: জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে দেশের ৬২ লাখ কিশোরীকে বিনামূল্যে দেওয়া হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এই ভ্যাকসিন ক্যাম্পেইন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২৪ জাতীয় অ্যাডকেসি সভায় এই তথ্য জানানো হয়।

মাসব্যাপি এই ক্যাম্পেইনে ১০ থেকে ১৪ বছর বয়সী ৬২ লাখের বেশি কিশোরীকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ঢাকা বাদে দেশের অন্য সাতটি বিভাগে চালানো হবে এই ক্যাম্পেইন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদ।

আয়োজকেরা জানান, বাংলাদেশে প্রতি বছর প্রায় আট হাজারেরও বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে প্রায় পাঁচ হাজার নারীর মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর ক্ষেত্রে জরায়মুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। নারীরা আক্রান্ত হলে তা শনাক্ত বা উপসর্গগুলো দেখা দিতেই চলে যায় এক যুগের বেশি। তাই এই ভাইরাস থেকে বেঁচে থাকার অন্যতম উপায় আগাম প্রতিরোধ।

এমন অবস্থায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। ক্যাম্পেইনের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম থেকে ৯ম শ্রেণির কিশোরীদের এবং পরে ওয়ার্ড, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জন্ম সনদ দিয়ে নিবন্ধন করে নেওয়া যাবে ভ্যাকসিন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জ্যেষ্ঠ্য সচিব আকমল হোসেন আজাদ জানান, টিকাদান কর্মসূচি দেশের প্রন্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এতে ৬২ লাখের বেশি কিশোরীকে ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনা হবে। এরই মধ্যে আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি। অভিভাবকদের ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে হবে।

সারাবাংলা/এসবি/এমপি

জরায়ুমুখ ক্যানসার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর