Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১০:৫৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৮:৪৪

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী নামকস্থানে এডমিরাল এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে এ কারণে দূর পাল্লার কোনও যান চলছে না।

জানা যায়, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী নামকস্থানে এম.এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছিল। ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্টের সরকার পতনের পরে টোল আদায় বন্ধ হয়। আওয়ামী সরকার পতনের কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারও টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু পরবর্তীতে পরও কোনো সুরাহা না হওয়ায় এই কর্ম বিরতির ডাক দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আজকে থেকে সুনামগঞ্জের সড়কের দূর পাল্লার কোনও যানবাহন চলাচল করবে না।

সারাবাংলা/এমপি

ধর্মঘট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর