খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
২৩ অক্টোবর ২০২৪ ১০:৩৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৩:০৫
ঢাকা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের কাছাকাছি তেলবাহী একটি ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীবাহী বিভিন্ন ট্রেনের শতশত যাত্রী।
মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, মধ্যরাতে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেল স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। যা এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে ট্রেনটির ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনও অনেক সময় লাগতে পারে।
এদিকে, চুয়াডাঙ্গা, দর্শনা ও আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনগুলোতে রাত থেকে শতশত যাত্রী আটকে পড়েছেন বলে জানা গেছে।
সারাবাংলা/ জেআর/এসডব্লিউআর