২ দিনের মধ্যে রাষ্ট্রপতি অপসারণ হবে: হাসনাত
২৩ অক্টোবর ২০২৪ ০১:২৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৮:৪৪
ঢাকা: আগামী দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতির সরকারি বঙ্গভবনের সামনে গণমাধ্যমকে এ কথা বলেন তারা।
হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবারের আমরা মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করব। এরপর সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে পরবর্তী রাষ্ট্রপতি কাকে বানানো যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, বর্তমান সংবিধান বাতিল ও ছাত্রলীগ-আওয়ামী লীগ-যুবলীগ নিষিদ্ধসহ পাঁচ দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবি বাস্তবায়ন না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দফা দাবি হলো—
- বিদ্যমান সংবিধান অবিলম্বে বাতিল করে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন সংবিধান লিখতে হবে;
- ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এ সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে আজীবন নিষিদ্ধ করতে হবে;
- রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে এই সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে;
- এ সপ্তাহের মধ্যে জুলাই বিপ্লবের আলোকে ‘প্রোক্লেমেশন অব রিপাবলিক’ ঘোষণা করতে হবে। বাংলাদেশের বিদ্যমান গণতন্ত্রকামী ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতের ভিত্তিতে বাংলাদেশ চলবে; এবং
- ২০১৪ সাল, ২০১৮ সাল ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এই তিন নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তারা যেন কখনো বাংলাদেশে নির্বাচন করতে না পারে, সেটি নিশ্চিত করতে আইনি ব্যবস্থা নিতে হবে।
সারাবাংলা/ইউজে/টিআর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অপসারণ হাসনাত আব্দুল্লাহ