Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গভবনের সামনে সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ২৩:২৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৮:৪৪

বঙ্গভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: বঙ্গভবনের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের পায়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে দুজনের কানে আঘাত পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন— শ্যামপুর বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), হকার শফিকুল ইসলাম (৪৫), বার্তা২৪-এর স্টাফ রিপোর্টার রাজু আহমেদ (২৫), ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮) ও কুমিল্লা ভিক্টরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০)।

আরও পড়ুন- ছাত্রদের বঙ্গভবনে ঢোকার চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আহত সাংবাদিক রাজু আহমেদ বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় কে বা কারা সাউন্ড গ্রেনেড বিস্ফারণ ঘটায়। এতে আমার কানে সমস্যা হয়েছে।

আহত শফিকুল ইসলাম জানান, তিনি হকারি করেন। তবে ছাত্র-জনতার সঙ্গে সংহতি জানিয়ে বিকেল থেকে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছিলেন। রাতে কে বা কারা সাউন্ড গ্রেনেড ছুড়ে মারলে কানে আঘাত পান তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, বঙ্গভবনের সামনে থেকে পাঁচজন আহত হয়ে হাসপাতালে এসেছিল। তাদের মধ্যে তিনজনেরর পায়ে আঘাত রয়েছে। সাউন্ডে গ্রেনেডের কারণে দুজনের কানে আঘাত রয়েছে। জরুরি বিভাগ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/টিআর

বঙ্গভবন রাষ্ট্রপতির পদত্যাগ দাবি শিক্ষার্থীদের সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর