চসিকের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু গ্রেফতার
২২ অক্টোবর ২০২৪ ২২:১৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৮:৪৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নগরীর লাভ লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সলিমুল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
সলিমুল্লাহ বাচ্চু নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি, মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে নগরীর লাভ লেইনের একটি বাসা থেকে সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ। তবে সেটা কার বাসা জানতে পারিনি। সরকার পতন পরবর্তী হওয়া রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
সারাবাংলা/আইসি/এ্ইচআই