ইউরোপে পোশাক রফতানি কমেছে প্রায় ৪ শতাংশ
২২ অক্টোবর ২০২৪ ১৯:৩৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ২১:৪১
ঢাকা: দেশের পোশাক রফতানির প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানি কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ। চলতি বছরের প্রথম ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) এই পোশাক রফতানি কমেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউরোস্ট্যাটের তথ্যমতে, ২০২৩ সালের প্রথম ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) যেখানে পোশাক রফতানি আয় ছিলো ১৩ হাজার ৩৭৮ মিলিয়ন ডলার, সেখানে চলতি বছরের একই সময়ে রফতানি আয় হয়েছে ১২ হাজার ৯০৬ মিলিয়ন ডলারের। শতাংশ হিসাবে ইউরোপে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ।
এদিকে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশ থেকেও ইউরোপের পোশাক আমদানিও কমছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের প্রথম ৮ মাসে ৩ দশমিক ৬৩ শতাংশ কম পোশাক আমদানি করেছে ইউরোপ।
আর বাংলাদেশের মতো ইউরোপে প্রধান পোশাক রফতানিকারক বিভিন্ন দেশের পোশাক রফতানি কমছে। পোশাক রফতানিতে শীর্ষে থাকা চীনের পোশাক রফতানি ইউরোপে কমেছে ৪ দশমিক ১০ শতাংশ। তুরস্কের কমেছে ৭ দশমিক ৫২ শতাংশ, ভারতের ২ দশমিক ৭৩ শতাংশ, ভিয়েতনামের ২ দশমিক ০৯ শতাংশ, শ্রীলঙ্কার ১ দশমিক ৪৫ শতাংশ ও ইন্দোনেশিয়ার ৯ দশমিক ৩৫ শতাংশ। বিপরীতে ইউরোপে কম্বোডিয়ার পোশাক রফতানি বেড়েছে ১২ দশমিক ৭৮ শতাংশ, পাকিস্তানের ৭ দশমিক ৩২ শতাংশ ও মরোক্কোর ৬ দশমিক ০৯ শতাংশ।
সারাবাংলা/ইএইচটি/এইচআই