Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েলে ব্লিংকেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৪ ১৫:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ২১:৩৮

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যপ্রাচ্যে সোমবার (২১ অক্টোবর) যাত্রা করেছেন। সফরের শুরুতেই তিনি ইসরায়েলে গিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

ব্লিংকেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে মৃত্যুকে যুদ্ধবিরতির সম্ভাবনা হিসেবে দেখছেন বলে বিবিসির তথ্যসূত্রে জানা গেছে।

ব্লিংকেনের এই সফর যুক্তরাষ্ট্রের নির্বাচনের দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি আনার সম্ভাবনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলছে, তারা এ বিষয়ে অগ্রগতি হওয়ার ব্যাপারে আশাবাদী নয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং গাজায় আরও মানবিক সহায়তা না পৌঁছালে ইসরায়েলের সামরিক সাহায্য কমানোর হুমকি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলি হামলায় গাজায় বেসামরিকসহ ৪২ হাজার ৬০০ জন নিহত হয়েছেন। আর পালটা আক্রমণে ইসরায়েলেও ক্ষয়ক্ষতি হয়েছে।

সারাবাংলা/এনজে

ইসরায়েল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সফর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর