Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যারেজ থেকে ৮ কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার


২২ অক্টোবর ২০২৪ ১৪:০২

নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বিক্রির নগদ চার হাজার পাঁচশ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

সোমববার (২১ অক্টোবর) রাতে উপজেলার বজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।

আটক মো.বেলাল হোসেন (৪১) ওই গ্রামের জালাল আহম্মদের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ‘আটক আসামি দীর্ঘদিন থেকে মাদক কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ অক্টোবর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলার মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হবে।

গাঁজা জব্দ নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর