এক বছর পর মাঠে ফিরলেন নেইমার
২২ অক্টোবর ২০২৪ ০৯:৩২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৫:০৬
ইনজুরির কারণে এক বছরের বেশি সময় ধরে মাঠে দেখা যায়নি তাকে। অবশেষে সুস্থ হয়ে খেলায় ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সৌদির ক্লাব আল হিলালের হয়ে বদলি হিসেবে মাঠে নেমে আল আইনের বিপক্ষে ৫-৪ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন নেইমার।
গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন নেইমার। বাঁ হাঁটুর সেই ইনজুরির কারণে পরের মাসে অস্ত্রোপচারও করতে হয়েছিল তাকে। এই ইনজুরির কারণেই দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। মাঝে মিস করেছেন কোপা আমেরিকাও। কয়েক মাস আগে থেকেই ধীরে ধীরে অনুশীলনে নেমে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
পুরোপুরি সুস্থ হয়ে অবশেষে গত রাতে ক্লাবের হয়ে মাঠে নেমেছেন নেইমার। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৭৭ মিনিটে বদলি হিসেবে নামেন তিনি, ছিলেন শেষ বাঁশি বাজা পর্যন্ত।
ম্যাচ শেষে নেইমার বলছেন, মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘আমি সুস্থ বোধ করছি। মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত আমি। খুব ভালো লাগছে খেলায় ফিরে।’
আগামী মাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের উরুগুয়ে ও ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচেও দেখা যেতে পারে নেইমারকে।
সারাবাংলা/এফএম