ইটভাটা ভাঙার দাবিতে অবরুদ্ধ নির্বাহী ম্যাজিস্ট্রেট
২২ অক্টোবর ২০২৪ ০৯:০৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১০:০৮
চাঁপাইনবাবগঞ্জ: ইটভাটা ভাঙ্গার দাবিতে স্থানীয়দের কাছে টানা ৫ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ছাড়া পেলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান জানান, সোমবার (২১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার কয়লাদিয়াড় এলাকায় অবস্থিত স্মার্ট, সনি-১ ও সনি-২ নামে তিনটি অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলা হয়। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে বিজিবি, থানা পুলিশ ও আর্মড পুলিশ দল সহযোগিতা সহযোগিতা করে।
তিনি আরও বলেন, ‘অভিযান শেষ করে ফেরার পথে দুপুর দেড়টার দিকে উপর কয়লাদিয়াড় এলাকায় স্থানীয়রা এলাকার আরো দুটি ইটভাটা ভাঙ্গার দাবি জানায়। কিন্তু ওই ভাটাগুলোর বৈধ কাগজপত্র রয়েছে বলে জানানো হলেও দুপুর দেড়টার দিকে তাদের ঘিরে ধরে অবরুদ্ধ করে স্থানীয় জনতা। খবর পেয়ে আমরা সেনা বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বোঝানোর পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা আইনি বিষয়টি মেনে রাস্তা থেকে সরে যায়।’
সারাবাংলা/এনজে