Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ২১:২৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ০৩:১৮

টাঙ্গাইল: টাঙ্গাইলে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে । সোমবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষপাল পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে আদমান আলম (১৭), একই উপজেলার পাতুলিপাড়া এলাকার সাধু মিয়ার ছেলে মো. তাইয়ুম আলম (১৭)।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে মহাসড়কের আশেকপুর বাইপাস মোড় পার হচ্ছিল। এ সময় উত্তরবঙ্গগামী দ্রুতগতির একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে মর্গে পাঠায়। এই ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসআর

২ বন্ধুর মৃত্যু টাঙ্গাইল বাসের চাপায়

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর